Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল: পপি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল: পপি

অনেক দিন ধরেই আত্মগোপনে আছেন অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এর মধ্যে তাঁর বিয়ে, সন্তান হওয়ার খবর ছড়িয়েছে। কিন্তু সেসব নিয়ে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে বুধবার দুপুরে পপির এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে ফেসবুক ও ইউটিউবে। ওই ভিডিওতে পপি বিভিন্ন অভিযোগ জানিয়েছেন। বলেছেন, কেন তিনি সিনেমা থেকে দূরে!

ভিডিও বার্তায় পপি বলেন, ‘আমার মানসম্মানের ভয় ছিল, জানের ভয় ছিল। সবকিছু মিলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি সিনেমা থেকে।’ অভিনেত্রীর অভিযোগ, ‘বর্তমান সমিতির একটিমাত্র ব্যক্তির কারণে, তার পলিটিকস, তার নোংরামি এবং অনেক রকমের অপকর্মে অসহযোগিতা করার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, আমাদের সকলকে ব্যবহার করা হয়েছে। আমাদের কাঁধে বন্দুক রেখে সে এই চেয়ারটিতে বসেছে এবং বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করেছে, যেখানে আমি বা আমরা সায় দিইনি। যার কারণে আজকে আমি ভিকটিম।’

চিত্রনায়িকা পপিতিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী পপির চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদও বাতিল করা হয়েছে। এ অভিযোগ জানিয়ে পপি বলেন, ‘আমার মতো শিল্পী যে তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই আমার সদস্যপদ বাতিলের চিঠি দেওয়া হয়েছে। এত দিন ধরে কাজ করার পর এটা একজন শিল্পীর জন্য কতটুকু অপমানের আমি বুঝতে পারি।’

চিত্রনায়িকা পপিপপি ইঙ্গিত দিয়েছেন, চলচ্চিত্রের পরিবেশ ভালো হলে আবারও পর্দায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রী বলেন, ‘আমার সদস্যপদ বাতিলের চিঠিটি এখনো আছে। আমি নিজেকে সরিয়ে নিয়েছি এই নোংরা পরিবেশ থেকে। যদি পরিবেশ কখনো ভালো হয় তবে ফিরব। এই নোংরা মানুষগুলো যদি সরে যায় তখনই ইন্ডাস্ট্রিতে কাজ করব।’

চিত্রনায়িকা পপি

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’