Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

চলচ্চিত্রে আর অভিনয় করতে চান না রচনা

বিনোদন ডেস্ক

চলচ্চিত্রে আর অভিনয় করতে চান না রচনা

নব্বইয়ের দশকের বাংলা ছবির প্রথম সারির নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়। সিনেমায় এখন তিনি আর তেমন অভিনয় করেন না। বর্তমানে রচনার পরিচিতি ‘দিদি নাম্বার ওয়ান’ হিসেবে। জি বাংলার এ শোয়ের উপস্থাপক হিসেবে সবার মন কেড়েছেন রচনা।

রচনা বন্দ্যোপাধ্যায়কয়েকদিন আগেই অভিনেত্রী ঘোষণা দিয়েছিলেন, একেবারে নতুন পরিচয়ে ধরা দিতে চলেছেন তিনি। সেই ‘নতুন পরিচয়’-এর নাম ‘রচনাস ক্রিয়েশন’। রচনার বুটিক শপ এটি। অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি এবার শাড়ির ব্যবসায় যুক্ত হয়েছেন সবার প্রিয় ‘দিদি নাম্বার ওয়ান’।

রচনা বন্দ্যোপাধ্যায়কিন্তু যে কারণে তিনি এত পরিচিত, এত ভক্ত তাঁর দুই বাংলা জুড়ে, সেই চলচ্চিত্রে আবার কবে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে? এমন প্রশ্নের জবাবে রচনা বলেন, ‘আমার আর ছবি করার ইচ্ছা নেই। কোনো ফিল্মই আর করতে চাই না। অভিনয় জগতেই আর ফিরতে চায় না আমার নায়িকা সত্ত্বা। দিদি নাম্বার ওয়ান করার সঙ্গে সঙ্গে এই ব্যবসা সামলে আমার পক্ষে আর ছবি করা সম্ভব নয়।’

রচনা বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষ দেখা গেছে ২০১৫ সালে, ‘বৌদি.কম’ ছবিতে। ওই ছবিতে তাঁর সঙ্গে অভিনয়ে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও মালবিকা বন্দ্যোপাধ্যায়।

সাদা পোশাকের কালো থাবায় হারিয়ে যাওয়া মানুষদের গল্পে ‘আমলনামা’

বদল এল চলচ্চিত্র অনুদানের নীতিমালায়

ঈদ ও বৈশাখে আসছে মোশাররফের দুই সিনেমা

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে