বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। অনেক দিন ধরেই শুভভক্তরা অভিনেতার নতুন সিনেমার ঘোষণার অপেক্ষায় ছিলেন। ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার, নতুন সিনেমার ঘোষণা এল শুভর। রোম্যান্টিক ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
অনেক দিন ধরেই রোমান্টিক সিনেমায় আরিফিনকে দেখতে চান ভক্তরা। এবার ভক্তদের সেই আশা পূরণ করতে ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার পর ফের রোম্যান্টিক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শুভর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আফসানা আরা বিন্দু। এর মধ্য দিয়ে বিন্দুও দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন।
ভালোবাসা দিবস উপলক্ষে চরকির জন্য নির্মিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। শিগগিরই সিনেমাটির বিষয়ে বিস্তারিত ঘোষণা আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।