হোম > বিনোদন > সিনেমা

অপুকে কোলে নিতে গিয়ে হুড়মুড় করে পড়ে গেলেন নিরব

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাখাওয়াত হোসেন নিরব। লাউডস্পিকারে গানের সঙ্গে মঞ্চে নাচছিলেন দুজনে। এর মধ্যে অপুকে কোলে তুলতে গিয়ে হুড়মুড় করে পড়ে যান নায়ক। অবশ্য তাৎক্ষণিকভাবে দ্বিতীয়বারের চেষ্টায় তিনি নায়িকাকে কোলে নিতে পেরেছেন!

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ নিয়ে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে নায়ক নিরবের সঙ্গে একটি গানে মঞ্চে পারফর্ম করেন অপু। নাচের একটি অংশে অপুকে কোলে তুলতে যান নিরব। কিন্তু হাত ফসকে বা অন্য কোনো অসাবধানতায়, যে কারণেই হোক দুজনেই মঞ্চে পড়ে যান। এ সময় দুজনেই হাসছিলেন। হাসছিলেন সহশিল্পীরাও। 

অবশ্য তাৎক্ষণিকভাবে অপুকে কোলে নিয়ে ঘুরে ঘুরে নেচে সবাইকে তাক লাগিয়ে দেন নিরব! 

পরে জানা গেছে, নায়ক-নায়িকা গুরুতর আঘাত পাননি। তবে এই কাণ্ডে দর্শক সারিতে অনেককে হাসতে হাসতে লুটোপুটি খেতে দেখা গেছে। অনুষ্ঠানে বাড়তি আনন্দযোগ হয়েছে বলা চলে।

অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শী একজন বলেন, নিরব যখন অপু বিশ্বাসকে কোলে নিতে যাচ্ছিলেন, তখন অপু বিশ্বাসের পরিহিত সিল্কের জামার একটি অংশ নিরবের পায়ে আটকে যায়। এ কারণে অপু-নিরব দুজনই মঞ্চে পড়ে যান। 

তবে দর্শকদের কেউ কেউ বলছেন, অপু বিশ্বাস নিরবের কোলে ওঠার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। কিন্তু নিরব প্রথম চেষ্টায় নায়িকাকে কোলে তুলতে পারেননি।

অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন