হোম > বিনোদন > সিনেমা

‘আমি যেটি করেছি ঠিকই করেছি’, চড়-কাণ্ডের পর ওমর সানী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শুক্রবার ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে চিত্রনায়ক জায়েদ খানকে থাপ্পড় মেরেছেন ওমর সানী। এ ঘটনার জন্য অনুতপ্ত তো ননই, বরং উচিত কাজ করছেন বলেই মত সানীর। তিনি বলেন, ‘আমি ততক্ষণ নীরব থাকি যতক্ষণ পর্যন্ত আমার আত্মসম্মানে আঘাত না লাগে। সে (জায়েদ খান) দীর্ঘদিন ধরে আমার বউকে (মৌসুমী) ডিস্টার্ব করছে। একজন হাজবেন্ড হিসেবে আমার কাছে মনে হয়েছে, এটার প্রতিবাদ করা উচিত। ফ্যামিলি মেম্বর হিসেবে, গার্জিয়ান হিসেবে সেটাই করেছি। আমি যে কাজটি করেছি, ঠিকই করেছি।’

থাপ্পড় খাওয়ার পর জায়েদ খান পিস্তল বের করে ওমর সানীকে মারার হুমকি দেন বলেও অভিযোগ উঠেছে। যদিও পুরো ঘটনা কথা অস্বীকার করেছেন জায়েদ খান।

জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানী অভিযোগ করেন, জায়েদ শুধু মৌসুমীকে নয়, আরও অনেক মেয়েকেই বিরক্ত করেন। ওমর সানী বলেন, ‘জায়েদ খান তো সব সময় পিস্তল নিয়ে ঘোরে। ইন্ডাস্ট্রিতে ওর অত্যাচার সহ্য করতে করতে অনেকেই বিরক্ত। কেউ হয়তো মুখ ফুটে বলেন না মানসম্মান হারানোর ভয়ে। আমি ভাবলাম, আর দেরি নয়, এখনই শুরু করতে হবে। তাই চড়টা দিয়ে শুরু করলাম।’

শুধু থাপ্পড় মেরেই ক্ষান্ত নয়, পিস্তল বের করে হুমকি দেওয়ার ঘটনায় জায়েদ খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দিতে গিয়েছেন ওমর সানী। থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানিয়েছেন তিনি।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন