Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

ভাইরাল ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন মুন্নি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ভাইরাল ফেসবুক পোস্ট নিয়ে যা বললেন মুন্নি

আজ শনিবার ভোর থেকে ফারজানা মুন্নির এক ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেই পোস্টে দাবি করা হয়, চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেম চলছে। বিষয়টি নিয়ে শনিবার সকাল থেকে তাপস, বুবলী ও মুন্নির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ভাইরাল পোস্ট নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন তাপসের স্ত্রী এবং গানবাংলা ও টিএম নেটওয়ার্কের চেয়ারপারসন ফারজানা মুন্নি। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, তাঁর আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে। মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

এর আগে ফারজানা মুন্নির ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে লেখা হয়েছিল, ‘তাপস ও বুবলীর মধ্যে প্রেম চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দায়ী থাকবে।’ এ পোস্ট পরবর্তী সময়ে সরিয়ে নেওয়া হয়। মুন্নি দাবি করেছেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে এমন স্ট্যাটাস দেওয়া হয়েছিল।

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন