বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে সিনেমায় অভিনয় না করার অভিযোগ তুলেছেন নির্মাতা জয় সরকার। ২০২০ সালে ‘আমার হৃদয়ের কথা’ সিনেমার জন্য চার লাখ টাকা সাইনিং মানি নিলেও শুটিংয়ের জন্য শিডিউল দেননি ববি, এমনটাই দাবি পরিচালকের।
পরিচালক জয় বলেন, ‘আমার হৃদয়ের কথা সিনেমার জন্য ববি ৪ লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সিনেমাটি আর তিনি করেননি। এ কারণে প্রযোজকের ৩০ লাখ টাকার ক্ষতি হয়।’
নির্মাতা জানান, আমার হৃদয়ের কথা সিনেমাটি প্রযোজনার দায়িত্বে ছিল ফাতেমা কথাচিত্র। এফডিসিতে মহরত হলেও পরবর্তী সময়ে সিনেমাটি আর শুটিং ফ্লোরে গড়ায়নি।