বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমির জন্মদিন। তাঁর জন্ম খুলনায়। ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন তিনি। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এ ছাড়া অন্যান্য শিল্পীর জন্যও তিনি গান লেখেন, সুর করেন।
জন্মদিনের প্রথম প্রহরে জন্মদিন নিয়ে কথা হয় সুমির সঙ্গে। জন্মদিন কীভাবে কাটে—এই প্রশ্নে সুমি আজকের পত্রিকাকে বলেন, ‘জন্মদিনের প্রথম প্রহরে বোনরা বাসায় আসে, ব্যান্ডের সদস্যরা আসে, সবাই মিলে কেক কাটি। অফিসে উদ্যাপন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসা পাই, এই তো এভাবেই কাটে।’
সুমির সঙ্গে আলাপন চলতে চলতে শুভেচ্ছা জানাতে বাসায় হাজির ‘চিরকুট’ ব্যান্ডের গিটারিস্ট রায়হান ইসলাম শুভ্র। তাঁর কথায়, ‘সুমি আপু আমাদের আগলে রাখেন। আমরা প্রতিনিয়ত তাঁর কাছ থেকে শিখি। তাঁর মতো প্রাণশক্তি কোথাও পাই না।’
এদিন সুমিকে শুভেচ্ছা জানাতে ভৈরব থেকে আসেন এক তরুণ ভক্ত। ইয়াসিন অপি নামের তরুণ নিজ হাতে সুমিকে ফুল দেবেন বলে মধ্যরাতে তাঁর বাসায় পৌঁছান।
এ ছাড়া সুমি তাঁর ফেসবুকে আরেক ভক্তের ভালোবাসা তুলে ধরেছেন। রুমকী নামের এক তরুণী সেপ্টেম্বরের ১ তারিখ সকাল থেকেই সুমির জন্মদিন পালন করতে থাকেন। এ নিয়ে সুমি লিখেছেন, ‘মোমেনা শিফা রুমকী সেপ্টেম্বরের ১ তারিখ সকাল থেকে আমার জন্মদিন পালন শুরু করসে। যদিও জন্মদিন আগামীকাল। এটা সে প্রতি বছরই করে। এবার তার শরীর খুবই দুর্বল। তবু কাঠে পেরেক ঠুকে ঠুকে সুতা দিয়ে নিজ হাতে বানাইসে এই আর্ট পিস। ১ তারিখ সকালে বাসায় এসে ঘুম থেকে তুলে সে আমাকে সারপ্রাইজ দিসে। আমি সব সময় বলি, আবার বলি; ভালোবাসার চেয়ে শক্তিশালী কিছু নেই পৃথিবীতে। আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে। ক্যানসার বিজয়ী দুঃসাহসী এক যোদ্ধার এমন ভালোবাসা পাওয়া তো ভাগ্যেরই। তুমিও আমার সবটুকু ভালেবাসা নিও রুমকি। তুমি ভালো থাইকো’