বিনোদন ডেস্ক
কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে থ্রিলারধর্মী সিনেমাটির ফার্স্টলুক মুক্তি পায় গত মাসে। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।
আজ শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার টিজার প্রকাশ করা হয়। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে।
চলচ্চিত্রটিতে জনপ্রিয় অভিনেতা অঞ্জনের চরিত্রে অভিনয় করা কৌশিক গাঙ্গুলি রহস্যময় এক চরিত্রে হাজির হয়েছেন। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জড়ানো ওভারকোটের সঙ্গে হাতে একটি ঝোলানো ব্যাগ নিয়ে পাহাড়ি পথে হেঁটে যেতে দেখা গেছে তাঁকে।