হোম > বিনোদন > সিনেমা

পদাতিক–এ মৃণাল সেন হচ্ছেন চঞ্চলই, নিশ্চিত করলেন অভিনেতা

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের ‘লিজেন্ডারি ট্রায়ো’ বলা হয় সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল সেনকে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক পায়। নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামের সিনেমাটিতে মৃণাল সেনের নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় করার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন পরিচালক ও অভিনেতা উভয়েই।

গতকাল ৩০ ডিসেম্বর মৃণাল সেনের মৃত্যুবার্ষিকীতে পরিচালক সৃজিত মুখার্জি ফেসবুকে জানান, মৃণাল সেনকে নিয়ে বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।

এদিকে গত ২৭ ডিসেম্বর চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী মারা গেছেন। শোকগ্রস্ত অভিনেতা এখন বাবার মৃত্যু পরবর্তী ধর্মীয় আচার পালন করছেন। শোক সামলে ওঠার চেষ্টা করছেন। এর মধ্যে এই সুখবরটি সম্পর্কে আজ শনিবার জানতে চাইলে চঞ্চল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সৃজিত দা আমাকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। আসলে এমন একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করা যেকোনো অভিনেতার জন্যই স্বপ্নের।’

ওই চলচ্চিত্রে মৃণাল সেনের চরিত্রে তিনিই থাকছেন, এটি নিশ্চিত করে অভিনেতা বলেন, বাবার মৃত্যুর পর ধর্মীয় আচার পালন নিয়ে এখন ব্যস্ত আছেন। পরে বিস্তারিত জানাবেন।

‘পদাতিক’ চলচ্চিত্রে মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসবে বলে জানা যায়। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তীও অভিনয় করবেন এ চলচ্চিত্রে।

মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত—এই কথা আগেই শোনা গিয়েছিল। লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন সৃজিত। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে চলচ্চিত্রর শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন পরিচালক।

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন