টিউমার হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। গত বছর অপারেশনও হয়েছে। কিছুটা সুস্থ হয়ে শুটিং শুরু করেছিলেন। কিছুদিন পর ব্যথা বাড়তে থাকে। এই বছর মার্চে ফের অপারেশন করাতে হয়। চিকিৎসকের পরামর্শে শুরু হয় ছয় মাসের বিশ্রাম। এর মধ্যে পেয়ে বসে ডিপ্রেশন।
মানসিকভাবে ভাঙাচোরা সময় কাটাচ্ছিলেন ঋতাভরী। সেই সময় এক ‘ডাক্তার বন্ধু’র আগমন। পাশাপাশি থেকে বন্ধুর চেয়েও বেশি জীবনসঙ্গী হয়ে উঠেছেন তিনি। এখন বিয়ের কথা ভাবছেন ঋতাভরী। হবু বর পেশায় মনোবিদ। নাম তথাগত চট্টোপাধ্যায়। ঋতাভরীর মতে, বাঙালি ছেলের সঙ্গে প্রেম করতে আরাম আছে। বাংলায় কথা বলা যায়। সেই সঙ্গে রুচি, শিল্পবোধ এসবের মিল তো রয়েছেই। এর আগে যাঁর সঙ্গে প্রেম করতেন, তিনি ছিলেন মুম্বাইয়ের। বাংলায় কথা বলতে পারতেন না।
বিয়েতে ভয় পান ঋতাভরী। কারণ, ঋতাভরীর বেড়ে ওঠা একটা ব্রোকেন ফ্যামিলিতে। তা ছাড়া হুট করে কেউ যদি এসে খবরদারি শুরু করেন, মেনে নিতে পারেন না। তবে তথাগত নাকি ব্যতিক্রম। ঋতাভরী বলেন, ‘সত্যি বলতে, এর আগে কাউকে দেখে মনে হয়নি, তার সঙ্গে সংসার করতে পারব। তবে আমার কিছু বলার আগে হঠাৎ একদিন ও-ই বলল, তুমি পাশে থাকলে তোমার প্রতি কেমন বউ বউ ফিলিং আসে।’
‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু ঋতাভরীর। তাঁর অভিনীত ছবি ‘এফআইআর’ মুক্তি পাচ্ছে সামনে পূজায়। এ ছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি ছবি হাতে রয়েছে। ‘মায়া মৃগয়া’ নামে আরেকটা ছবির শুটিং শুরু করবেন। অংশুমান প্রত্যুষের নাম ঠিক না হওয়া একটি ছবিও পাকাপাকি হয়ে আছে।