Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

সাহিত্যের উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে জয়া আহসান

বিনোদন ডেস্ক

সাহিত্যের উৎসবে ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে জয়া আহসান
‘কলকাতা লিটেরারি মিট’-এ জয়া আহসান। ছবি: সংগৃহীত

প্রতিবছর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘কলকাতা লিটেরারি মিট’। সাহিত্যের এই উৎসবে সিনেমা, গান ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যম নিয়েও কথা বলেন সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। গত বছর শ্রোতা হিসেবে অংশ নিলেও এবারই প্রথম আলোচক হিসেবে কলকাতা লিটেরারি মিটে অংশ নিলেন অভিনেত্রী জয়া আহসান। আগামী ৬ ফেব্রুয়ারি রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হবে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার প্রিমিয়ার শো। তার আগে গত রোববার হর্টিকালচারাল গার্ডেনে কলকাতা লিটেরারি মিটে অংশ নেন সিনেমার নির্মাতা সুমন চট্টোপাধ্যায়, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও জয়া আহসান।

আলোচনাপর্ব শেষে জয়া আহসান বলেন, ‘এখানে সব সময় একটা ফেস্টিভ পরিবেশ থাকে, আর সঙ্গে প্রিয় কিছু মানুষ। একই রকম মানসিকতার মানুষগুলো সবাই এখানে আসেন, সাহিত্য নিয়ে, চলচ্চিত্র নিয়ে এবং বিভিন্ন বিষয়ে তাঁদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। এবার এখানে পুতুলনাচের ইতিকথা নিয়ে একটা সেশন ছিল। সবাই মিলে খুব সুন্দর সময় কাটল। শেষবার আলোচনায় অংশ না নিলেও শুনতে এসেছিলাম। সেশনগুলো শুনতেও খুব ভালো লাগে, নিজেকে ঋদ্ধ করা যায়।’

৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে পুতুলনাচের ইতিকথা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সুমন মুখোপাধ্যায়। ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়।

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

মান্নার জীবনী নিয়ে সিনেমা বানাবেন তাঁর স্ত্রী

রাজনৈতিক কারণে কলকাতায় বাতিল হলো ঋত্বিক ঘটকের সিনেমার প্রদর্শনী