হোম > বিনোদন > সিনেমা

বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদ্‌যাপন করলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদ্‌যাপন করে আবারও আলোচনায় পরীমণি। গত বছর ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছিলেন পরীমণি। সেই হিসাবে গতকাল নিজের বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করলেন পরী। দিবাগত রাত ১০টা ১৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে, মেয়ে (এ বছর একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন পরী) ও পোষ্য কুকুরছানার সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই উদ্‌যাপনের ঘোষণা দেন তিনি।

বিচ্ছেদের বর্ষপূর্তিতে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদ্‌যাপন করছি।’

এরপর সন্তানদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।’

এরপরের কথাগুলো এক বছর আগের স্মৃতি আঁকড়ে লিখেছেন পরী। সেই লেখাতে ফুটে উঠেছে খানিকটা বিষণ্নতার সুর। তিনি লিখেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!’

এরপরেই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে পরী লিখেছেন, ‘কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!

শুকরিয়া। আমরা ভালো আছি ।

হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। একই বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর নানা ঘটনা পরিক্রমায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন