Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

৫০ কোটি রুপি লোকসানের পথে কঙ্গনার ‘তেজস’

বিনোদন ডেস্ক

৫০ কোটি রুপি লোকসানের পথে কঙ্গনার ‘তেজস’

গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে তাঁর ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যবসায়িক সফলতা পায়নি। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল সদ্য মুক্তি পাওয়া ‘তেজস’। অথচ সিনেমাটি পড়েছে বিশাল ব্যবসায়িক ক্ষতির মুখে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্তত ৫০ কোটি রুপি লোকসান গুনতে হবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানকে।

সমগ্র ভারতের হল থেকে নেমে যাচ্ছে ‘তেজস’। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিনেমাটির শো প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদর্শকেরা। গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটির ১৪ দিন শেষে আয় মাত্র ৪.২৫ কোটি রুপি।

শুরুতেই ধাক্কা খেয়েছিল সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। মুক্তির দিনে বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭০ কোটি রুপি ব্যয়ে ‘তেজস’ তৈরি হয়েছে। ভারতের বাইরেও ফ্লপ সিনেমাটি, মাত্র ৭০ লাখ রুপির ব্যবসা করেছে এটি। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সব মিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি রুপি। এটি নিয়ে শুধু যে প্রযোজকের কপালে ভাঁজ পড়েছে তাই নয়, কঙ্গনার ক্যারিয়ারের জন্যও উদ্বেগজনক বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।

‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।

প্রথম সিরিজ নিয়ে ঈদে আসছেন জয়া আহসান

মন কেড়েছে মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’

এ সপ্তাহের ওটিটি (১৪ মার্চ)

বিদ্যা বালানের পছন্দের সিনেমা-সিরিজ

‘দাগি’র টিজারে তিন লুকে আফরান নিশো

ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া, মোশাররফ ও চঞ্চল

এবার টিভিতে শাকিব খানের ‘দরদ’

সাদা পোশাকের কালো থাবায় হারিয়ে যাওয়া মানুষদের গল্পে ‘আমলনামা’

বদল এল চলচ্চিত্র অনুদানের নীতিমালায়

ঈদ ও বৈশাখে আসছে মোশাররফের দুই সিনেমা