হোম > বিনোদন > সিনেমা

তানজিন তিশা হাসপাতালে, ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন 

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে রাজারবাগের বাসা থেকে তাঁর বোন তাঁকে নিয়ে হাসপাতালে যান। তানজিন তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তিশার পরিবারের বরাত দিয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিনয়শিল্পী তানজিন তিশা গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁর বোন তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যান। এখন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।’

তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তিশা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে আজ বৃহস্পতিবার দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সেগুলোতে নির্ভরযোগ্য কোনো তথ্য ছিল না।

আত্মহত্যা চেষ্টার গুঞ্জন নিয়ে জানতে চাইলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি বলেন, ‘আসলে তিশা সুস্থ হওয়ার আগপর্যন্ত কিছুই বলতে পারছি না। সুস্থ হলে তাঁর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।’

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেম চলছে বলে বিনোদন অঙ্গনে চাউর হয়েছে। গত কয়েক দিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর রেশ ধরেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।

তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি ফারহান। ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। আর তিশার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন