হোম > বিনোদন > সিনেমা

দেশে-বিদেশে শুরু হয়েছে বাংলা ছবির শুটিং

মীর রাকিব হাসান, ঢাকা

পরিচালক খিজির হায়াত খান ‘ওরা ৭ জন’ ছবির ঘোষণা দিয়েছেন আগেই। এবার জানালেন শুটিংয়ের তারিখ। ২৭ তারিখ থেকে ক্যামেরা ওপেন হবে। টানা দেড় মাস শুটিং চলবে। জানা যায়, মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরে অর্থাৎ সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও ময়মনসিংহে এর শুটিং চলবে। ছবিতে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, জাকিয়া বারী মম প্রমুখ।

শাকিব খানের ‘লিডার’ ছবির শুটিং হচ্ছে থেমে থেমে। আজ সিলেটে এর গানের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই মাসের শেষে শাকিব শুরু করবেন ‘গলুই’ ছবির শুটিং। শুটিং হবে জামালপুরের যমুনার চরে।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘নূর’ ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। ছবিতে শুভর বিপরীতে থাকছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ঐশী। পাবনা সদরে ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার সিনেমা সময়ন্বকারী অপূর্ব রায়। তিনি জানান, ১১ সেপ্টেম্বর শুটিং শুরু হয়েছে। ২০ দিন শুটিং হবে সেখানে। শাপলা মিডিয়ার আরও বেশ কিছু ছবির শুটিং চলছে ঢাকা ও ঢাকার বাইরে। এর মধ্যে অন্যতম ‘বুবুজান’ ও ‘প্রিয়া রে’। ‘প্রিয়া রে’ ছবির শুটিং করছেন শান্ত খানসহ অনেকেই। ‘বুবুজান’ ছবির অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ের পিঁড়িতে বসেছেন গত সপ্তাহে। বিয়ের পর মধুচন্দ্রিমায় না গিয়ে শুটিংয়ে ফিরেছেন। তিনি বলেন, ‘লকডাউন উঠে গেছে। ফের কাজ শুরু হলো। অনেক কাজ জমে গেছে। তাই বিয়ে করেই দ্রুত কাজে ফিরলাম। কাজ গুছিয়ে পরে মধুচন্দ্রিমায় যাব।’ ‘মাফিয়া’ নামে শাপলা মিডিয়ার একটি ওয়েব সিরিজের শুটিং চলছে। শাহিন সুমনের নির্দেশনায় এই সিরিজে অভিনয় করছেন জাহিদ হাসান, মিশা সওদাগর, মাহিসহ অনেক তারকা। শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ১০০ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ৩০টির মতো ছবির কাজ প্রায় শেষের দিকে।

আগামী ১০ অক্টোবর থেকে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। অন্যদিকে একই অভিনেত্রীর ‘প্রীতিলতা’ ছবির ৩৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রস্তুতি চলছে আবার শুটিং শুরু করার।

পরিচালক দীপঙ্কর দীপনসহ ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় ‘অন্তর্জাল’ ছবির শুটিং বন্ধ আছে। ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই শুরু হবে ‘অন্তর্জাল’-এর শুটিং।

অন্যদিকে মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান গেল সপ্তাহে অনুদানপ্রাপ্ত ‘সোনার চর’ ছবির শুটিং শুরু করেছেন। গাজীপুরের হোতাপাড়ায় চলছে শুটিং। গতকাল ঢাকায় মির্জা শাখাওয়াত হোসেন পরিচালিত ‘ভাঙ্গন’-এর শুটিংয়ে যোগ দেন মৌসুমী। রাজশাহীতে চলছে ইমন-আইরিন অভিনীত জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ ছবির শুটিং।

১৯৭১ সালে ফ্রান্সে বিমান ছিনতাই করেন জ্যাঁ কুয়ে নামে ফরাসি এক তরুণ। উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ সংগ্রহ করা। বাংলাদেশের এই মহান বন্ধুকে নিয়ে ছবি বানাচ্ছেন ফখরুল আরেফীন খান। নাম রেখেছেন ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। ১৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পৈলান স্টুডিওতে শুটিং শুরু হয়েছে। তৈরী হয়েছে বিশাল সেট। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি। ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এই ছবিতে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী।

তারিখ নির্ধারণ না হলেও খুব শিগগিরই শুটিং শুরু হবে আরও অনেক ছবির। এর মথ্যে পরীমণিকে নিয়ে সঞ্জয় সমদ্দার নির্মাণ করবেন ‘বায়োপিক’ নামে একটি ছবি। এছাড়া কাজী হায়াতের ‘জয় বাংলা’, অনিরুদ্ধ রাসেলের ‘জামদানী’, জাহিদুর রহিম অঞ্জনের ‘চাঁদের অমাবস্যা’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে’, অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’, মীর্জা শাখাওয়াত হোসেনের ‘ভাঙন’, রকিবুল হাসান চৌধুরী পিকলুর ‘দাওয়াল’, আব্দুস সামাদ খোকনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’, এস এ হক অলিকের ‘গলুই’, ইব্রাহিম খলিল মিশুর ‘দেয়ালের দেশ’ এবং অপূর্ব রানার ‘জখম’ ছবিগুলোর শুটিং শুরু হবে শীঘ্রই।

নিরব আসছেন গোলাপ হয়ে

রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

সেকশন