Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

শুটিংয়ে সাপের ছোবলে আহত ওমর সানী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শুটিংয়ে সাপের ছোবলে আহত ওমর সানী

বান্দরবানের পাহাড়ি এলাকায় চলছে মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র কাজ। সেখানে গতকাল রোববার দুপুরে সাপের ছোবলে আহত হয়েছেন চিত্রনায়ক ওমর সানী। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।

শুটিং চলাকালীন হঠাৎ পাহাড়ি একটি সাপ ছোবল দেয় ওমর সানীর পায়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিনেতাকে নেওয়া হয় চিকিৎসকের কাছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, ‘গতকাল দুপুরে আমরা শুটিং করছিলাম বান্দরবানের পাহাড়ি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ একটি সাপ সানীর পায়ে ছোবল দেয়। তাৎক্ষণিক আমরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিই। বর্তমানে তিনি সুস্থ আছেন।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনা-পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন নির্মাতা ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা।

উল্লেখ্য, অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে ‘কিল হিম’ সিনেমা নির্মাণের পর এবার ‘ডেডবডি’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। সিনেমাটিতে ওমর সানী ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, মিশা সওদাগর, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

মান্নার জীবনী নিয়ে সিনেমা বানাবেন তাঁর স্ত্রী

রাজনৈতিক কারণে কলকাতায় বাতিল হলো ঋত্বিক ঘটকের সিনেমার প্রদর্শনী

কৌতূহল বাড়াল ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ফার্স্ট লুক