হোম > বিনোদন > সিনেমা

পরমব্রত-পিয়ার বিয়ের খবর শুনে যা বললেন অনুপম

বিনোদন ডেস্ক

গত রোববার রাত থেকেই টালিউড পাড়ায় গুঞ্জনের শুরু। সোমবার সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। সেদিন দুপুরেই বিয়ে সারেন তাঁরা। অভিনেতা পরমব্রত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বিয়ের ছবি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের থেকেও বেশি আলোচনা হয়েছে, অনুপম রায়কে নিয়ে নানা ধরনের পোস্ট। হয়েছে নানা ধরনের ট্রোল-মিম। অনেকেই সারা দিন অপেক্ষা করেছেন, অনুপমের মন্তব্যের। তবে চারদিকে গুঞ্জন বিয়ের কথা আগেই নাকি জানতেন অনুপম।

বিয়ের দিন অনুপমের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম এইসময় ডিজিটাল। পরমব্রত-পিয়ার বিয়ের খবর কানে এসেছে কিনা জানতে চাইলে, তিনি বলেন, ‘হ্যাঁ শুনেছি।’ তবে এ বিষয়টি থেকে তাঁকে বাদ দেওয়াই ভালো বলে জানিয়েছিলেন তিনি।

এরপর গত দুদিন ধরেই অনুপমের বিভিন্ন পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক চর্চা হয়েছে। অনেকেই বলেছেন, এসবই নাকি তাঁর প্রাক্তনকে উদ্দেশ্য করে লেখা।

এই সময় ডিজিটালের পক্ষ থেকে আবার যোগাযোগ করা হয় অনুপমের সঙ্গে। বিষয়গুলো নিয়ে তিনি বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে সত্যিই আর কিছু বলতে চাই না।’

এদিকে আরেকটি ভারতীয় সংবাদমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় জানান, ‘বিয়ের আগে অনুপম রায়কে জানানো হয়েছিল।’ তবে পিয়া বা পরমব্রত কার পক্ষ থেকে জানানো হয়েছিল, সেই বিষয়ে কোনো কিছু জানাননি তিনি।

এমনকি অনুপম রায় নাকি বিষয়টিকে ‘গুড নিউজ’ও বলেছিলেন। এই সময়ের পক্ষ থেকে সরাসরি অনুপম রায়কে জিজ্ঞেস করা হয় বিষয়টি। কে জানিয়েছেন তাঁকে পরমব্রত-পিয়ার বিয়ের কথা। অনুপম বলেন, ‘না আমাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি।’ একই সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায়ও অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার চুপিসারে বিয়ে করেন পরম-পিয়া। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, খুব এলাহি আয়োজন নয়; বরং ঘরোয়াভাবে তাঁদের চার হাত এক হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যেহেতু ঘরোয়া আয়োজন, তাই টালিউডের কোনো তারকাকে আমন্ত্রণ জানানো হয়নি। সন্ধ্যায় বিয়ের তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পরমব্রত।

এদিকে বিয়ের পরদিন নববধূ পিয়া চক্রবর্তীর হাসপাতালে ভর্তির খবর এসেছে কলকাতার সংবাদমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল মঙ্গলবার কলকাতার ঢাকুরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয় পিয়াকে। কিছুদিন আগে পিয়ার কিডনিতে পাথর ধরা পড়ে, জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

সেকশন