বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিলের দাবি জানিয়েছেন নির্মাতার। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলা চলচ্চিত্র বা কন্টটেন্টে সেন্সরশিপের খড়্গ: গল্প বলার স্বাধীনতা চাই’—শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়। এ সময় নির্মাতা-শিল্পী-কলাকুশলীদের পক্ষ থেকে ৫টি দাবি উত্থাপন করা করা হয়। দাবি উত্থাপন করেন নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু।
সম্প্রতি আলোচিত ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা ও সিনেমাটি প্রদর্শনী বন্ধ চেয়ে আইনি নোটিশ এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সর ছাড়পত্র নিয়ে উত্তেজনা বিরাজ করছে চলচ্চিত্র পাড়ায়। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে দাবিগুলো উত্থাপন করা হয়। দাবিগুলো হলো:
১. ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র কেন সেন্সর ছাড়পত্র পেল না তার সুস্পষ্ট ব্যাখ্যা চাই।
৩. বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করতে হবে এবং প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করতে হবে।
৪. প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সকল অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন করতে হবে।
৫. চলচ্চিত্র বা কনটেন্ট বিষয়ক কোনো মামলা দায়ের করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন: খসড়া ওটিটি নীতিমালায় প্ল্যাটফর্মগুলোতে আলাদা কমিশন বোর্ড তৈরির প্রস্তাব আছে, এ জাতীয় কোনো কর্তৃপক্ষের) সঙ্গে আলোচনা করে নিতে হবে।
সংবাদ সম্মেলনে ‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালক নির্মাতা মেজবাউর রহমান সুমন জানান প্রতীকী নৃশংসতা বোঝানোর জন্য চলচ্চিত্রের প্রয়োজনে দৃশ্যটি দেখানো হয়েছে।