Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

টালিউডে কাজী নজরুলের বায়োপিক, কবির চরিত্রে অভিনয় করছেন যিনি

বিনোদন ডেস্ক

টালিউডে কাজী নজরুলের বায়োপিক, কবির চরিত্রে অভিনয় করছেন যিনি

প্রথমবার টালিউডে নির্মিত হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন আবদুল আলিম। আর এতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল নন্দ। সিনেমাটিতে তুলে ধরা হবে নজরুলের জীবনের নানা দিক, থাকবে জানা-অজানা কথা।

সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে এই ছবিতে। অভিনেতা কিঞ্জল বলেছেন, ‘আসছে শীত মৌসুমে শুরু হবে শুটিং।’

কিঞ্জল আরও বলেছেন, ‘কাজী নজরুলের কথা তো ছোটবেলা থেকে শুনে আসছি। সেই ছবিতে অভিনয় করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমি মুগ্ধ। এখনই আমি নজরুলকে নিয়ে আরও বই পড়ছি। জানছি। ওই চরিত্রটি ফুটিয়ে তোলার যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি, আমি পারব। তাই তো নজরুলকে নিয়ে এখন আমার ধ্যান শুরু হয়েছে। আমি চিত্রনাট্য লেখা শেষ হলে চিত্রনাট্যকার সৌগত বসুর সঙ্গে কথা বলব। চরিত্রের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। কিঞ্জল এর আগে “বিনয়-বাদল-দীনেশ” ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন।’

অভিনেতা কিঞ্জল নন্দ। ছবি: সংগৃহীতকিঞ্জল এ কথাও বলেছেন, ‘ছবির চিত্রনাট্য পড়ে আমি মুগ্ধ হয়েছি। এত বড় চরিত্রে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! আমি গর্বিত। ছবির চূড়ান্ত নাম এখনো ঠিক হয়নি। তবে আপাতত ঠিক হয়েছে “কাজী নজরুল ইসলাম”।’

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ছবিতে আরও অভিনয় করবেন শেরে বাংলার ফজলুল হকের ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিরজা সুন্দরী দেবীর ভূমিকায় কাঞ্চনা মৈত্র। বাংলাদেশি অভিনেতা ফজলুর রহমান বাবুকে দেখা যাবে আলি আকবর খানের ভূমিকায়।

ছবিটি প্রযোজনা করছেন জেবি প্রোডাকশন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জয় সরকার।

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’