বিনোদন ডেস্ক
কিছুদিন আগে কলকাতার একটি রেস্টুরেন্টের সামনে শুটিং করতে গিয়ে সেখানকার মালিক ও কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। বর্তমানে কলকাতা হাইকোর্টে চলছে এর শুনানি। আর সেখানেই সেই ঘটনায় এল নতুন মোড়। এদিন কোর্টে জানানো হয়, সেদিনের ঘটনার সময়ের কোনো সিসিটিভি ফুটেজ সংরক্ষিত হয়নি। পুলিশের কাছে নাকি সেই দিনের কোনো ফুটেজ নেই।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং বিধাননগরের গোয়েন্দা বিভাগকে পুরো ঘটনা নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। দ্রুত নতুন প্রতিবেদন জমা দিতে বলেছেন। আগামী ৩১ জুলাই এই কেসের পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়েছে।
যদিও সে ঘটনার পর রেস্টুরেন্টের মালিক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন। ঘটনার পর প্রাথমিকভাবে ক্ষমা চাইলেও পরে সোহম রেস্টুরেন্টের মালিকের নামে থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।
সোহম চক্রবর্তী তখন জানান, রেস্টুরেন্টের মালিক যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন, তার অনেকটাই ডিলিট করে দেওয়া হয়েছে। অর্ধেকটা দেখানো হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই।