হোম > বিনোদন > সিনেমা

‘প্রাক্তন’ এর পাঁচ বছরে জানা-অজানা পাঁচ

বিনোদন ডেস্ক

এক

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত নব্বইয়ের দশকের অন্যতম সেরা জুটি। পারস্পরিক মনোমালিন্যে দীর্ঘ বছর তাঁরা একসঙ্গে অভিনয় করেননি। প্রায় পনেরো বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় তাঁরা আবার এক হন।

দুই

ট্রেন জার্নির মধ্য দিয়ে একটি সম্পর্কের জার্নি ফুটিয়ে তোলা হয়েছে ‘প্রাক্তন’-এ। তবে এটি কিন্তু সত্যিকারের ট্রেনে শুটিং করা হয়নি। তৈরি করা হয়েছিল ট্রেনের সেট। শুটিংয়ের সময় ট্রেনের ঝাঁকুনি বোঝানোর জন্য টেকনিশিয়ানরা অনবরত ঝাঁকাতেন এই বানানো ট্রেনটি।

তিন

‘প্রাক্তন’ জনপ্রিয় হওয়ার পেছনে ‘তুমি যাকে ভালবাসো’ গানের অবদান অনেক। এ গানের জন্য জাতীয় পুরস্কার পান ইমন চক্রবর্তী। সংগীত পরিচালক অনুপম রায় শিল্পীর নাম উল্লেখ না করেই গানটির দুটি ভার্সন পাঠান পরিচালকের কাছে। পরিচালকরা না চিনেই ইমনের ভার্সনটি বেছে নেন। এখনো শিবপ্রসাদ-নন্দিতা জানেন না- দ্বিতীয় কন্ঠটি কার ছিল।

শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘তুমি যাকে ভালোবাসো’

চার

এ সিনেমায় প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত চরিত্র দুটি আসলে বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত। একজন জনপ্রিয় ট্যুর গাইডের জীবন থেকেই গল্পটি নিয়েছেন নির্মাতাজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।

পাঁচ

‘প্রাক্তন’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর সরল হাসি, অগোছালো কথা দর্শকদের মন জয় করেছিল। কিন্তু জানেন কি, প্রথমে এই চরিত্রে ভাবা হয়েছিল অন্য এক অভিনেত্রীকে? ‘প্রাক্তন’ নির্মাতা শিবপ্রসাদ-নন্দিতা প্রথমে ভেবেছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ের কথা। কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু চিত্রনাট্য প্রস্তুত হওয়ার পর নির্মাতাদের মনে হয়, মালিনীর চরিত্রে অর্পিতার চেয়ে বেশি মানানসই অপরাজিতা।

শুনুন ‘প্রাক্তন’ সিনেমার গান ‘ভ্রমর কইয়ো গিয়া’

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

সেকশন