বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সিনেমা হলে মুক্তির জন্য আজ সন্ধ্যায় সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’। সিনেমাটি বাংলাদেশে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস জানিয়েছে, আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে দেশের হলে চলবে অ্যানিমেল।
প্রতিষ্ঠানটির কর্ণধার কিবরিয়া লিপু বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা বিনা কর্তনে অ্যানিমেল সিনেমাটির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আগামীকাল সেন্সর সার্টিফিকেট পেয়ে যাব। প্রদর্শক সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সিনেমাটি কবে থেকে দেশের হলে দেখা যাবে। তারা চাইলে বৃহস্পতিবারেই মুক্তি দেওয়া হবে অ্যানিমেল।’