বিনোদন ডেস্ক
বেশ কিছুদিন রাজনীতিতে ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফিরছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এবার তাঁর দেখা মিলবে একজন চোরের ভূমিকায়। ছবির নাম ‘জয়কালী কলকাত্তাওয়ালি’। কমেডি থ্রিলারধর্মী বেশ মজার একটি ছবি।
একটি মন্দির থেকে চুরি হয়ে যায় বহু পুরোনো রত্নখচিত কালীমূর্তি। সেই মূর্তির খোঁজে নামে তিন বন্ধু। অনিশ, মিলি আর সুজয়। অনিশ চরিত্রের সোহম জানিয়েছেন, ‘ছবিতে আমি একজন নির্দোষ চোর। কারও বিশেষ কোনো ক্ষতি করি না। নিজের প্রয়োজনেই চুরিটা করতে হয়। মজার একখানা চরিত্র।’
অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহেই কলকাতার বিভিন্ন লোকেশনে।