হোম > বিনোদন > সিনেমা

আজ চিত্রনায়ক আলমগীরের জন্মদিন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আজ বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। আজ ৭৩ বছর পূর্ণ করতে যাচ্ছেন তিনি। ১৯৫০ সালের ৩ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বেড়ে ওঠা ঢাকার তেজগাঁও এলাকায়। তাঁর পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ -এর অন্যতম প্রযোজক।

কলেজজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর অভিনয়জীবনের যাত্রা শুরু হয়। ১৯৭২ সালের ২৪ জুন বরেণ্য পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এ সিনেমা মুক্তির আগেই আলমগীর সিরাজুল ইসলামের ‘দস্যুরানি’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ সিনেমার কাজ শুরু করেন। সেই থেকে আজ অবধি প্রায় ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর প্রথম প্রযোজিত সিনেমা ‘ঝুমকা’। পরিচালক হিসেবে তাঁর সর্বশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’।

একসময় রাজধানীর গ্রিন রোডে একটি স্কুলে সৈয়দ আব্দুল হাদীর কাছে গানও শিখেছিলেন তিনি। মোস্তফা মেহমুদের ‘মনিহার’ সিনেমায় গাজী মাজহারুল আনোয়ারের লেখা সত্য সাহার সুর-সংগীতে প্রথম প্লে-ব্যাক করেন তিনি।

আশি ও নব্বইয়ের দশকে আলমগীর ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। তাঁর বেশির ভাগ সিনেমাই ছিল দর্শকনন্দিত। ওই সময়ের সব নায়িকা, পরিচালক আলমগীরের সঙ্গেই বেশি কাজ করতে চাইতেন। ঢালিউডের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা নায়ক তিনি। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তী সময়ে আরও আটবার এই পুরস্কার লাভ করেন। তিনি আজীবন সম্মাননাও লাভ করেছেন।

রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সেকশন