এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে জিত-মিমের ‘বাজি’।
আজ শুক্রবার থেকে সারা বাংলাদেশে চলবে ‘বাজি’। সিনেমাটি বাংলাদেশে অনেক বড় পরিসরে রিলিজ হতে পারে। ইতিমধ্যে ‘মধুমিতা’,‘মণিহার’সহ বেশ কিছু বাংলাদেশের প্রথমসারির হলে এর পোস্টার ও প্রচারণা চলছে। জানা যায়, ছবিটি উচ্চ মূল্যে আমদানী করেছে বাংলাদেশী প্রদর্শকরা।
অন্যদিকে দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।