হোম > বিনোদন > সিনেমা

গ্ল্যামার দেখালেন জয়া আহসান

জয়া আহসান তাঁর অভিনয়গুণে ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তাঁর অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। 

সেখানে সার্কাসকন্যা বিউটির রহস্য জাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্পে অভিনয় করেছিলেন তিনি। কদিন আগে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ এটি প্রদর্শিত হয়, সেখানে উপস্থিত ছিলেন জয়াও। 

সম্প্রতি জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে ফুটে ওঠা জয়ার গ্ল্যামার, ফিটনেস নিয়ে তাঁর ভক্তরা দারুণ প্রশংসায় মেতেছেন। 

বৃহস্পতিবার রাতে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে আলিঙ্গন করুন এবং শান্ত থাকুন’ (Embrace the quiet around & calm within)। 

জয়া আহসানের পোস্ট করা এসব স্থিরচিত্রে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য হয়েছে ৮ হাজারের মতো। 

গতকাল পোস্ট করা এসব ছবিতে একেবারে অন্য রকম এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের কোনো অভিনেত্রী নিজের গ্ল্যামার, ফিটনেস এভাবে ধরে রাখতে পারেননি। 

অবশ্য এই অভিনেত্রীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এখন তাঁর বয়স ৩৯ বছর। তবে অন্য সূত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৫০-এর বেশি। 

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার