বিনোদন প্রতিবেদক, ঢাকা
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন ভারতের খ্যাতিমান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক তিনি। উদ্বোধন অনুষ্ঠানেরও প্রধান আকর্ষণ। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে রোমাঞ্চকর ঢাকা সফরের কথা তুলে ধরেছেন শর্মিলা ঠাকুর।
বক্তব্যের শুরুতে তিনি জানান, গতকাল বিমানবন্দরে এসে জানতে পারেন, ফ্লাইট বাতিল! তবে অনিশ্চয়তা কাটিয়ে ঠিকই যথাসময়ে ঢাকায় পা রেখেছেন শর্মিলা ঠাকুর। বাংলাদেশ বিমানের সহযোগিতায় ঢাকায় আসেন তিনি। ঢাকায় রওনা দেওয়ার শুরুটা যেমন রোমাঞ্চকর ছিল, এখানে আসার পরও আরেকটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শর্মিলা। আজ বিকেলে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে সে গল্প শুনিয়েছেন অভিনেত্রী।
ঢাকায় আসার পরের অ্যাডভেঞ্চারের বর্ণনায় শর্মিলা ঠাকুর বলেন, ‘আমাকে উৎসবের পরিচালক বলেছেন, হোটেল থেকে ভেন্যু হেঁটে গেলে মাত্র দুই মিনিট, আর গাড়িতে পাঁচ মিনিট। কিন্তু কোনও কারণে আমরা একটা ভুল মোড় নিয়ে ফেলি। যার কারণে আমরা প্রায় ৩৫ মিনিট দেরিতে পৌঁছালাম। এটা একরকম অ্যাডভেঞ্চারই ছিল। ট্রাফিক থেকে শুরু করে ঢাকার কিছু রূপও দেখা হয়ে গেল।’
যদিও কথাগুলো বলার সময় শর্মিলা ঠাকুরের চেহারায় বিরক্তির একটুও ছাপ ছিল না। হাসিমাখা মুখে ঘটনাগুলো বলছিলেন তিনি। হঠাৎই তাঁর কাছে বাংলায় কথা বলার আরজি রাখেন ঢাকা উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। কিন্তু বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দেন অভিনেত্রী।
শর্মিলা ঠাকুরের কথায়, ‘আমি বাংলায় কেন বলব, এটা তো আন্তর্জাতিক উৎসব। আর সবাই জানে যে, আমি বাংলা বলতে জানি। ইংরেজি তো আন্তর্জাতিক ভাষা, সবাই বোঝে। প্লিজ মাফ করবেন।’ যদিও সবশেষে তিনি জানিয়েছেন, উৎসবের সমাপনী দিনে তিনি বাংলায় দীর্ঘ বক্তব্য দেবেন।
উল্লেখ্য, নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এ স্লোগান নিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।