হোম > বিনোদন > সিনেমা

৭০০০ ছবি ও ৫০০ ভিডিও হারানোর দুঃখে মিমির টুইট

ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সদ্য কেনা আইফোন থেকে ৭০০০ হাজার ছবি ও ৫০০ ভিডিও ডিলিট হয়ে গেছে। যাদবপুরের তৃণমূল সাংসদ মিমির গ্যালারি সম্পূর্ণ খালি এখন। ছবির সঙ্গে সঙ্গে সব স্মৃতিই যেন হারিয়ে গেল তাঁর। ভাবলেই যেন কান্না পাচ্ছে মিমির। 

আজ সকালে মিমি চক্রবর্তী টুইট করেন, ‘৭০০০ ছবি, ৫০০টা ভিডিও, গ্যালারি থেকে সবকিছু ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব! কাঁদব না আরও জোরে কাঁদব।’ তিনি আইফোনের নির্মাতা সংস্থা অ্যাপল কর্তৃপক্ষকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন। অভিনেত্রী জানিয়েছেন ছবিগুলি ফিরে পাওয়ার সব রকম চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি অত্যন্ত মর্মাহত এই ঘটনায়। 

সেপ্টেম্বর মাসে আইফোন ১৩ ভারতীয় বাজারে আসার সঙ্গে সঙ্গেই ফোনটি কিনে ফেলেছিলেন মিমি। সেই খবরটিও সোশ্যাল মিডিয়া পোস্টে ভাগ করে নিয়েছিলেন টলিউডের জনপ্রিয় এই তারকা। টলিউড তারকাদের মধ্যে ফলোয়ার সংখ্যার সবচেয়ে বেশি তাঁর। কোনো কারণ ছাড়াই ছবি ও ভিডিও ডিলিট হওয়ায় এখন তাঁর কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। 

তবে টুইটের কমেন্টে অনেকে ছবি ও ভিডিও ফিরে পাওয়ার উপায় বলে দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘iCloud’ ছবিগুলো পাওয়া যাবে। তবে বহু ফলোয়ারই মিমিকে নিয়ে ট্রল করেছেন। 

নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য, সংসদীয় এলাকার প্রতিও যদি এতটাই নজর দিতেন ‘এমপি ম্যাডাম’। একজন লিখেছেন, ‘হাজারো মানুষ কাজ হারাচ্ছে, স্কুলে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অনাহারে দিন কাটাচ্ছে। আর এমপি ম্যাডামের একমাত্র চিন্তা তাঁর ছবি আর ভিডিও।’ 

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার