পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান
লাভ নাই এত্ত ভাবনা ভাইবা সব ভুইলা জোরে মারো টান…
গানটির শেষে লাইন দুটি এমনই। রাসেল মাহমুদের লেখা ও জাহিদ নিরবের সুরে গানটি গেয়েছেন মাহমুদুল হাসান। সপ্তাহ শেষে দর্শকদের দারুণ এই সারপ্রাইজ দিয়েছে চরকি।
চরকি তাদের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তি দিয়েছে দারাজ নিবেদিত চরকি। অরিজিনাল সিনেমা ‘টান’-এর একটি টিজার। মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিওটি দেখে যেন মন ভরল না!
টিজারে দেখা মিলেছে বর্তমানের আরেক আলোচিত ও দক্ষ অভিনেতা সোহেল মণ্ডলের। সব মিলিয়ে বোঝা যাচ্ছে টান হতে চলেছে এ বছরের অন্যতম আলোচিত কনটেন্ট।
এমনই গল্প নিয়ে বানানো হয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘টান’। আর হ্যাঁ, ‘টান’ কবে মুক্তি পাচ্ছে তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়।