বিনোদন প্রতিবেদক
আদর্শবাদী তাজুলকে ভালোবেসে নিজের শহর আর স্বচ্ছল জীবন ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় শানু। পেছনে ফেলে যায় কেবল এক টুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরে বহু বছর পর পুরানো বন্ধু শিমুল তাকে খুঁজতে থাকে। জীবনের পরবাস্তবতায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা শিমুলের সামনে আসতে থাকে। শিমুল কি খুঁজে পায় তার সেই বন্ধুকে?
জাহিদ গগণ পরিচালিত চরকি নিবেদিত প্রেম পুরাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্পটা এমনই। এটি চরকির পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়।
এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রেম পুরাণ’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।
পরিচালক জাহিদ গগণ বলেন, ‘আমি আমার মতো করে প্রেমকে দেখতে চেয়েছি। একই গল্পের প্রেমের পরিকাঠামোয় নাটক-সিনেমা আবর্তন থেকে বেরিয়ে আসার নাম প্রেম পুরাণ। প্রেম শুধু প্রেম নয়, তার সাথে নানা আবহে নানা ঘটনা বিদ্যমান থাকে তা দেখাতে চেয়েছি।
পরিচালক গগণ আরও বলেন, ‘আগেও নানা সময়ে নানাভাবে কিছু দর্শক প্রেম পুরাণ দেখার সুযোগ পেয়েছিল। প্রশংসিতও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরষ্কৃত হয়েছে। এবার দর্শক চরকির মাধ্যমে ব্যাপকভাবে আমাদের সিনেমা দেখতে পাবে। এটাই আমাদের জন্য আনন্দের।’