হোম > বিনোদন > সিনেমা

সকালে আহত তিন শিল্পী, সন্ধ্যায় অপূর্ব অভিনীত সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। ছবি: সংগৃহীত

গতকাল সকালে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। একটি ড্রাইভিং দৃশ্যের শুটিং করতে গিয়ে স্কুটি থেকে পড়ে যান তাঁরা। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এখন তিনজনই ভালো আছেন বলে জানিয়েছেন হাউ সুইটের নির্মাতা কাজল আরেফিন অমি।

জানা গেছে, রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইটের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যের শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়েন তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার বিষয়ে অমি বলেন, ‘আমাদের হাউ সুইটের একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ ও অপূর্ব ভাই কিছুটা আহত হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পাভেল, ফারিণ ও অপূর্ব ভাই এখন শঙ্কামুক্ত। দ্রুত আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারব।’

হাউ সুইট দিয়ে তিন বছর পর ওটিটির কোনো কনটেন্টে জুটি হয়ে কাজ করছেন অপূর্ব ও ফারিণ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা সিনেমাটি।

এদিকে, ২০ ডিসেম্বর প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গতকাল প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার। ২ মিনিট ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেল, পূজার আগে কলকাতা শহরে একের পর এক নারী খুন হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। ট্রেলারের শেষ দিকে হাজির হন অপূর্ব। রহস্য উদ্‌ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, আপনার হাতে ঘণ্টা চারেক সময় আছে খুনিকে ধরার জন্য। তবে অপূর্বর সংলাপ শুনে বোঝা গেল, সিনেমায় তাঁর চরিত্রের ডাবিং করেছেন অন্য কেউ।

চালচিত্র সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী ও ইন্দ্রজিৎ বসু। আরও আছেন রাইমা সেন ও স্বস্তিকা দত্ত।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন