হোম > বিনোদন > সিনেমা

পাইরেসির কবলে মোশাররফ করিমের হুব্বা 

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত শুক্রবার ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত টালিউড সিনেমা ‘হুব্বা’। মুক্তির পর থেকে সিনেমা হল থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে সিনেমাটিতে মোশাররফ করিম থেকে অন্য অভিনেতাদের অভিনয়। বাংলাদেশ থেকে ভারতের সিনেমা হলেও যাচ্ছে হাউসফুল শো। তবে এত কিছুর পরও একটা ধাক্কা খেয়েছে সিনেমাটি। কারণ পাইরেসির কবলে পড়েছে এটি।

বেশ কিছু ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড কপি। ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে সিনেমাটির এইচডি লিংক নিয়ে বিভিন্ন পোস্ট।

বিষয়টি নিয়ে আজকের পত্রিকার কথা হয় সিনেমাটির বাংলাদেশের আমদানিকারক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ও ভারতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু সাইট থেকে এটি নামানো হয়েছে। আশা করি খুব দ্রুত সব জায়গা থেকে পাইরেটেড কপি নামানো হবে। আমাদের টিম কাজ করছে।’

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটে হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। তাঁর জীবন এবার বড় পর্দায় আসতে যাচ্ছে। ‘হুব্বা’ শিরোনামের এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম।

উল্লেখ্য, ‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। মোশাররফ করিম ছাড়াও এতে পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়াও আছেন—পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন