বিনোদন প্রতিবেদক
জেমসের কনসার্ট। মঞ্চের সামনে হাজার হাজার দর্শক। নগরবাউল গাইছেন ‘দুষ্টু ছেলের দল’। একেবারে সামনের সারিতে হুডি পরা সিয়াম আহমেদ। পাশেই সুনেরাহ বিনতে কামাল। কনসার্টের তালে তালে দুলছেন তিনি, আর হুডির ফাঁক দিয়ে মাঝে মাঝে সিয়ামের দিকে তাকাচ্ছেন। আচমকা একপ্রকার জোর করেই জড়িয়ে ধরে গভীর চুমু দিলেন সুনেরাহ। দুই হাতে তরুণীকে দূরে ঠেলে দিয়ে কষে চড় বসিয়ে দেন গালে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি এখন টক অব দ্য টাউন। অবশেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি খোলাসা করেছেন অভিনেত্রী সুনেরাহ। তিনি লিখেছেন ‘এখানে আমি আর সিয়াম ছিলাম না। এখানের দুজন—প্রিয়ম এবং লুমিন।
এই সম্পর্কিত আরও পড়ুন: