গত শুক্রবার (৫ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। প্রচারে অংশ নিতে এর আগে কলকাতায় পৌঁছান শাকিব। কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন তিনি। এ ছাড়া একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাদা করে কথা বলেন শাকিব। সংবাদমাধ্যম এই সময়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজেকে ‘বাঙালির মনের রাজা’ বলে মন্তব্য করেছেন অভিনেতা।
শাকিব খানের কাছে এদিন প্রশ্ন রাখা হয়, ‘শাকিব খান বাংলাদেশের ‘রাজা’। কেউ বলেন, মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন?’ উত্তরে শাকিব বলেন, ‘সত্যিই যদি আমি রাজা হতাম! মুডি হয়তো তাঁরা ভাবেন, যাঁরা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কী মনে হলো, আমি মুডি? আমার শত্রুরাও আছেন, আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়—যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা।’
শাকিব খান শুধু ঢাকাই সিনেমার শীর্ষ তারকা নন, বাঙালি তারকাদের মধ্যেও তাঁর অবস্থান প্রথম দিকে। ব্যবসায়িক সফলতার নিরিখে তাঁর অবস্থান ঈর্ষণীয়। বাংলাদেশের সিনেমার পোস্টারবয় তিনি। এদিন অভিনেতার কাছে আরও জানতে চাওয়া হয়, ‘২৫০টার বেশি ছবি। হাতে অসংখ্য সুপারহিট। সাম্প্রতিক সময়ে বিশ্বে বাংলা সিনেমার রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে আপনার নাম জড়িয়ে। এর সঙ্গে যে দায়িত্ববোধ আসে, সেটা কী রকম?’