হোম > বিনোদন > সিনেমা

পর্দায় একসঙ্গে কবে দেখা যাবে প্রসেনজিৎ, দেব, জিতকে

বলিউডের প্রথম সারির তারকাদের একে অপরের সিনেমায় ক্যামিও যেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে, একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। করোনা মহামারির পর যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে এক জোট হচ্ছেন বলিউড তারকারা। টালিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রশ্ন রাখে টালিউড সুপারস্টার জিতের কাছে, এক সিনেমায় কি দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিত আর দেবকে?

প্রশ্নের উত্তরে জিৎ বলেন, ‘কিছুদিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে দেখা, কথাও হল। উনি এ রকম সিনেমার প্রস্তাব দিয়েছেন। আমার তো তাতে কোনও সমস্যা নেই।’

তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে এতসঙ্গে হাজির করা যায়, তা হলে সেটা সব থেকে ভালো। জিৎ বললেন, ‘তিনজন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো বেশ ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’

এর আগে টালিউডের এই তিন তারকা একে অপরের সঙ্গে পর্দা ভাগ করলেও একসঙ্গে ত্রয়ীকে এখনো দেখা যায়নি। ‘দুই পৃথিবী’তে জুটি বেঁধেছিলেন দেব এবং জিৎ। অন্য দিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তা হলে কি এই তিন তারকাকে ভবিষ্যতে একসঙ্গে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলা সিনেমার দর্শকেরা।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার