বিনোদন ডেস্ক
বলিউডের প্রথম সারির তারকাদের একে অপরের সিনেমায় ক্যামিও যেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে, একই সঙ্গে বক্স অফিসেও তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। করোনা মহামারির পর যাবতীয় ‘বিরোধ’ ভুলে সিনেমার স্বার্থে এক জোট হচ্ছেন বলিউড তারকারা। টালিউডেও কি এ রকম পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার প্রশ্ন রাখে টালিউড সুপারস্টার জিতের কাছে, এক সিনেমায় কি দেখা যেতে পারে প্রসেনজিৎ, জিত আর দেবকে?
তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। অভিনেতার মতে, ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে এতসঙ্গে হাজির করা যায়, তা হলে সেটা সব থেকে ভালো। জিৎ বললেন, ‘তিনজন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো বেশ ভালোই লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’