বিনোদন ডেস্ক
গত জুন মাসে দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে সৃজিতের পরিচালনার কথা শোনা গিয়েছিল। টালিউড অভিনেতা দেব ও পরিচালক সৃজিত জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে সিনেমা করবেন। সৃজিত পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্র তো থাকছেনই, আনন্দবাজার জানিয়েছে, সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। এর সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির নাম হতে পারে ‘টেক্কা’, প্রযোজনায় থাকছে দেব এন্টারটেইনমেন্ট। আগামী বছরের জানুয়ারি মাস থেকে এর দৃশ্য ধারণের কাজ শুরু হওয়ার কথা। ২০২৪-এর পূজায় সিনেমাটি মুক্তি পেতে পারে।
দেব ও পরমব্রত আগে ‘পাসওয়ার্ড’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। আর দেব ও রুক্মিণীর সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সৃজিত। ‘দশম অবতার’-এর সময়ে তিনি রুক্মিণীকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।