বিনোদন ডেস্ক
গত মাসের শেষে হঠাৎই আসে সৌরভ-দর্শনা বিয়ের খবর। প্রেমের সম্পর্ক থাকলেও এত দিন তা হয়েছে গোপনে। পরমব্রত-পিয়ার বিয়ের রাতেই প্রকাশ পায় টালিউডের এই প্রেম। আগামীকাল শুক্রবার প্রেমকে পূর্ণতা দিতে সাত পাক ঘুরবেন দুজনে। চলছে বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠান, সঙ্গে বিয়ের দিনের সাজ-পোশাকের আয়োজনের ঝলক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে বিয়ের আয়োজনের বিস্তারিত। গতকাল বুধবার হয়েছে তাঁদের আশীর্বাদ পর্ব। আশীর্বাদে বেনারসিতে সাজলেন দর্শনা। বিয়ের দিন দর্শনার হাতে থাকবে বিশেষ গাছকৌটো। যেখানে তুলির রঙে ধরা দিয়েছেন সৌরভ ও দর্শনা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের গ্র্যান্ড আসর। বিয়ের দিন বেনারসিতে সাজবেন দর্শনা। অভিনেত্রীর বিয়ের বেনারসি হতে চলেছে একদম স্পেশাল। সিঁদুরে লাল রঙের বেনারসিটি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছেন অভিনেত্রী। শাড়ি বানানো হচ্ছে আসল জরি দিয়ে, ঠিক যেমন পুরোনো দিনে সোনা-রুপার জরি দিয়ে শাড়ি বোনা হতো।
উল্লেখ্য, ‘গোলমালে গোল’-এর সেট থেকেই সৌরভ-দর্শনার বন্ধুত্বের শুরু, এরপর প্রেম থেকে বিয়ে। এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর।