হোম > বিনোদন > সিনেমা

ওয়েব ফিল্মে প্রথমবার প্রীতম-তিশা সঙ্গে পারশা মাহজাবীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ০৮: ২৬
পারশা মাহজাবীন, প্রীতম হাসান ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

প্রীতম হাসান গানের মানুষ। তবে, অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসা পেয়েছেন। এ পর্যন্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। আর টিভি নাটকের নিয়মিত মুখ তানজিন তিশাকে এর আগে দেখা গিয়েছিল ‘পয়জন’ ওয়েব ফিল্মে। তাঁরা এবার এক হলেন ‘ঘুমপরী’ নামের নতুন ওয়েব ফিল্মে। ঘুমপরী মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

এ সিনেমা দিয়ে প্রথমবার চরকির সঙ্গে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। অন্যদিকে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর এ প্ল্যাটফর্মে আবার হাজির হচ্ছেন প্রীতম। তাঁদের সঙ্গে আরও থাকবেন পারশা মাহজাবীন। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশাকে এবার অভিনয়েও দেখা যাবে।

তাঁদের নিয়ে ঘুমপরী বানাবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। গতকাল বিকেলে চরকির অফিসে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন—প্রীতম, তিশা, পারশা, নির্মাতা জাহিদ ও চরকির সিইও রেদওয়ান রনি।

তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হতো। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’

প্রীতম বলেন, ‘খুব সুন্দর গল্পের সিনেমা। এরই মধ্যে নির্মাতা বেশ কিছু ভালো কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’

যাঁদের এত দিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত পারশা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাঁদের পছন্দ করি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’

নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগির শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং।

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন