Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

৭০ বছরের পাদরির চরিত্রে!

বিনোদন ডেস্ক

৭০ বছরের পাদরির চরিত্রে!

ঢাকা: ‘জতুগৃহ’ সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার। তপন সিনহা পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ১৯৬৪ সালে। একই নামে আরেকটি সিনেমা তৈরি হচ্ছে কলকাতায়। বানাচ্ছেন সপ্তাশ্ব বসু। অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এ সিনেমায় একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে।

টিভি ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু হলেও পরমব্রত এখন কলকাতার বাংলা সিনেমার অন্যতম সেরা নায়ক। শুধু বাংলা সিনেমা নয়, বলিউডেও সমান জনপ্রিয় তিনি। দীর্ঘ অভিনয়জীবনে অনেক ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন পরমব্রত। যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলে তিনি উতরে যাবেন হাসিমুখে। ঠিক তেমনই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরিচালক সপ্তাশ্ব বসু। নতুন সিনেমা ‘জতুগৃহ’ সিনেমায় পরমব্রতকে অভিনয় করতে হবে বৃদ্ধের চরিত্রে।

পরমব্রত৭০ বছর বয়সী বৃদ্ধ। প্রত্যন্ত অঞ্চলের এক গির্জার পাদরি। নাম জোসেফ। সিনেমাপ্রেমীদের কাছে নিঃসন্দেহে এটি দারুণ খবর। আগে কখনো এমন চরিত্রে দেখা যায়নি পরমব্রতকে।

পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও এ সিনেমায় দেখা যাবে বনি সেনগুপ্ত ও অনামিকা চক্রবর্তীকে। ভৌতিক থ্রিলার ঘরানার সিনেমা ‘জতুগৃহ’। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে সমস্ত প্রস্তুতি শেষ। মুক্তি পেয়েছে ফার্স্টলুক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে শুটিং।

‘জতুগৃহ’ সিনেমার গল্প নিয়ে পরিচালক বলেছেন, ‘শহরের এক যুবক চাকরি নেয় পাহাড়ি অঞ্চলের এক হোটেলে। ম্যানেজারের চাকরি। ওই অঞ্চলের এক পুরোনো বাড়িতে স্থানীয় এক মেয়ের সঙ্গে দেখা হয় তার। তারপর থেকেই নানান অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকে সে। অতীতের ভুলে যাওয়া অনেক ঘটনা সামনে চলে আসে।’

বর্তমানে পরমব্রত চট্টোপাধ্যায় করোনায় আক্রান্তদের জন্য কাজ করছেন। টালিউডের আরও কয়েকজনকে নিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতায় শুরু করেছেন দুটি কোভিড সেফহোম।

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন