বিনোদন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামীকাল দুপুরে এই অভিনেতা বাসায় ফিরবেন জানালেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। গত ৬ জানুয়ারি তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
মাশরুর বলেন, 'আব্বু করোনা মুক্ত আগেই হয়েছেন। শারীরিক অবস্থারও অনেকটা উন্নত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউরো কম্প্রোমাইজড জটিলতা ভুগছেন। এই সময়ে অন্য যে কোন রোগ হলে বড় ক্ষতি হবে। তাকে এখন হাসপাতালে না রেখে বাসায় রেখে চিকিৎসা দিতে পরামর্শ দেন। পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।’
সোহেল রানা বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গত ২৫ ডিসেম্বর তাকে সেখানে নেওয়া হয়। করোনায় তার ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত হয়েছিল।
ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র প্রযোজক হিসেবে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিতে অবদান রাখায় ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।