হোম > বিনোদন > সিনেমা

নিজেকে এর আগে এত অসহায় লাগেনি: পরীমণি

ছেলে রাজ্যের চিকিৎসায় বর্তমানে ভারতে আছেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কয়েক দিন আগে বরিশাল থেকে ফেরার পথে রাস্তার ধার থেকে কেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমণি ও তাঁর ছেলে রাজ্য। পরীমণি কিছুটা সুস্থ হলেও রাজ্য অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য ভারতে যান অভিনেত্রী। সেখান থেকে একজন মায়ের অসহায়ত্বের কথা ফেসবুকে লিখেছেন তিনি।

কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পরীমণি লিখেছেন, ‘নিজেকে এর আগে এত অসহায় লাগেনি।’ পরীমণির পোস্ট থেকেই বোঝা যায়, ছেলে রাজ্য এখনো অসুস্থ। আর সন্তানের অসুস্থায় যেন প্রকাশ পেয়েছে মায়ের অসহায়ত্ব। তাই তিনি সাহায্য চেয়েছেন স্রষ্টার। পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ সহায়।’

রাজ্যকে নিয়ে পরীমণির ভারতযাত্রার বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় চয়নিকা লেখেন, ‘হাসপাতাল থেকে ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম (পরীর ছেলে) খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই।’

সবার কাছে দোয়া চেয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আপনারা সবাই পদ্মর জন্য, পরীর জন্য দোয়া বা প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

আরও পড়ুন: 

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার