Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

১৯ অক্টোবর আসছে জয়া অভিনীত ‘দশম অবতার’, শুভেচ্ছা জানালেন অজয় দেবগন

বিনোদন ডেস্ক

১৯ অক্টোবর আসছে জয়া অভিনীত ‘দশম অবতার’, শুভেচ্ছা জানালেন অজয় দেবগন

সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত। ইতিমধ্যেই ট্রেলার হইচই ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। আর সেই হইচইয়ের আওয়াজ গিয়ে পৌঁছাল বলিউড পাড়াতেও।

বলিউডের ‘সিংহম’ অজয় দেবগন টুইটারে সিনেমাটির জন্য জানালেন শুভেচ্ছা। অজয় লিখলেন, ‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।’

‘দশম অবতার’-এর ফার্স্টলুক প্রকাশের পরই প্রত্যাশার পারদ চড়তে থাকে। সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দেয় ছবির ট্রেলার। যাতে দেখা যায়, কলকাতা শহরে ঘটছে একের পর এক খুনের ঘটনা। খুন করার পর কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদান রেখে যাচ্ছে। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নেমেছে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় পোদ্দার (অনির্বাণ ভট্টাচার্য)। একসঙ্গে মিশনে নামলেও তাদের মতের অনেক অমিল।

এদিকে দশম অবতারের ট্রেলার প্রকাশের পর থেকেই বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের একটি চুমুর দৃশ্য নিয়ে চলছে আলোচনা। ৩ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারের একটি দৃশ্যে অনির্বাণকে দেখা যায় জয়াকে চুমু খেতে। অনেকে জয়ার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমন সমালোচনাও করছেন অনেকে।

চলতি মাসেই সিনেমার ক্যারেক্টার লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অন্য চরিত্রগুলোর ধরন প্রকাশ করলেও রহস্যে ঢাকা ছিল জয়ার চরিত্রটি। সেই রহস্য রয়ে গেল ট্রেলারেও। দুই পুলিশ কর্মকর্তা যখন হন্যে হয়ে খুনিকে খুঁজছে, তখন জয়া এসে বলছেন, তিনি সিরিয়াল কিলারকে চেনেন।

‘দশম অবতার’ সিনেমায় চুমুর দৃশ্যে জয়া আহসানপ্রসঙ্গত, এর আগে ‘দশম অবতার’র ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। এক পোস্টে লিখেছিলেন, ‘বুম্বা, প্রত্যেকবারের মতোই তোমার জন্য শুভকামনা।’

‘দশম অবতার’ নিয়ে অমিতাভের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বাস প্রকাম করেছিলেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ তখন বলেন, ‘ওনার মতো অভিনেতার কাছ থেকে প্রশংসা পেয়ে আমি অভিভূত। এটা শুধু আমার জন্য নয়, সৃজিতের নেতৃত্বে আমাদের পুরো টিমের কাছেই এক বিশাল প্রাপ্তি। তিনি আরও বলেন, ‘ভারতীয় সিনেমায় তিনি যে উচ্চতায় রয়েছেন, সেখানে ওনার শুভেচ্ছা এই বছরের শারদীয়া উৎসবে আলাদা মাত্রা যোগ করল। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ।’

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’

ঈদে দেশে, ২৫ এপ্রিল বিদেশে মুক্তি পাবে ‘জংলি’

দীঘি আউট পূজা ইন

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

ঈদে আসবে সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’

মান্নার জীবনী নিয়ে সিনেমা বানাবেন তাঁর স্ত্রী