ভালো-মন্দ মিলিয়ে কেটে গেল নাটক, সিনেমার আরও একটি ঘটনাবহুল বছর। ফেলে আসা দিনগুলোর ব্যর্থতা ভুলে নতুন বছরের জন্য নিজেদের তৈরি করছেন তারকারা। নতুন বছরে প্রত্যাশা, প্রস্তুতি আর স্বপ্নের কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে আফরান নিশো আজকের পত্রিকাকে বলেন, ‘নিজের সুস্থতার সঙ্গে সবার সুস্থতা কামরা করি। আশা রাখি, নতুন বছরে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ আসবে, আর সেসবের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’
উল্লেখ্য, গত বছরের অন্যতম ব্যবসায়িক সফল সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে দর্শক মাতিয়েছেন আফরান নিশো। এ ছাড়া মুক্তি পেয়েছে তাঁর অভিনীত শিহাব শাহিনের ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’।