Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

‘কমান্ডো’র ভবিষ্যৎ কী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘কমান্ডো’র ভবিষ্যৎ কী

প্রথমবারের মতো বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা দেব। ‘কমান্ডো’ নামের ছবিতে দেবের বিপরীতে থাকছেন বাংলাদেশের জাহারা মিতু। ২০২০ সালের ১১ মার্চ কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে ১১ দিনের দৃশ্যধারণের পর বন্ধ হয়ে যায় শুটিং। এরপর ছবিটির টিজার প্রকাশ হলেও সমালোচনার মুখে পড়তে হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া টিজারটি সরিয়ে ফেলে। সে বছরেরই নভেম্বরে মাত্র চার দিনের শুটিং হয়। এরপর কয়েক দফায় পরিকল্পনা করা হলেও করোনা পরিস্থিতির কারণে শুটিং করা যায়নি। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় নতুন করে শুটিং পরিকল্পনা সাজানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ছবির বাকি অংশের শুটিং থাইল্যান্ডে হওয়ার কথা। তবে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘ডিসেম্বরেই থাইল্যান্ডে ছবির শুটিং শুরু করাতে চাইছি। কিন্তু এখনো শুটিংয়ের জন্য অনুমতি দেয়নি থাই সরকার। আমরা অপেক্ষা করছি।’

জাহরা মিতুছবির নায়িকা জাহারা মিতু বলেন, ‘অনেকেই ধারণা করছেন “কমান্ডো”র ভবিষ্যৎ অনিশ্চিত। দাবি করা হচ্ছে, প্রযোজক ও পরিচালকের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়েছে। এসব মনগড়া কথা। সেলিম ভাই (প্রযোজক) গত মাসেও কল করে বলেছেন শুটিংয়ের কথা। থাইল্যান্ডে শুটিংয়ের অনুমতি না পাওয়ায় নতুন করে ডেট ঠিক করতে হচ্ছে। ‘কমান্ডো’ শাপলা মিডিয়ার একটি স্বপ্নের প্রজেক্ট, দেব অভিনীত বাংলাদেশের প্রথম ছবি। আর আমার জন্য অবশ্যই স্বপ্নের চেয়ে বেশি।’

‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী মিতু ভারতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’-এরও একজন ফাইনালিস্ট। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের প্রথম রানারআপ। সেই মঞ্চেই তিনি জিতেছিলেন ‘মিস ফ্যাশন আইকন’ ও ‘মিস ন্যাশনাল কস্টিউম’-এর খেতাব।

মিতুর শুরুটা হয় শাকিব খানের বিপরীতে ‘আগুন’ ছবির মাধ্যমে। যদিও ছবির শুটিং এখন আটকে আছে। দ্বিতীয় ছবিতে মিতু অভিনেতা হিসেবে পান দেবকে, ‘কমান্ডো’ ছবির মাধ্যমে।

সাদা পোশাকের কালো থাবায় হারিয়ে যাওয়া মানুষদের গল্পে ‘আমলনামা’

বদল এল চলচ্চিত্র অনুদানের নীতিমালায়

ঈদ ও বৈশাখে আসছে মোশাররফের দুই সিনেমা

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে