বিনোদন ডেস্ক
টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে আজ শনিবার। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ।
টিজারের নেপথ্যে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’ আবার তিনিই পর মুহূর্তে বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’
আসলে তিনি কে, হিরো নাকি খলনায়ক! প্রথম ঝলকে সেটা মোটেই স্পষ্ট নয়। কিন্তু পুরো টিজারে স্পষ্ট এটি একটি ক্রাইম থ্রিলার, যেখানে মারপিট থেকে অপরাধ, খুন থেকে অর্থের লোভ সবটাই আছে।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে। এর আগে মুক্তি পেল সিনেমাটির টিজার। টান টান রুদ্ধশ্বাসে ভরপুর এই ছবির ঝলক বড় কিছুর যে ইঙ্গিত দিল সেটা স্পষ্ট।