হোম > বিনোদন > সিনেমা

বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়: জায়েদ খান

 

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। একজন অভিনেতা হিসেবে তাঁর আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। সোশ্যাল মিডিয়াতে সরব, সরব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানেও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইবার।

সব মিলিয়ে তুমুল ব্যস্ত সময় পার করেন জায়েদ খান। বিয়ে করব করব করে ৩৮টি বসন্ত পার করে দিয়েছেন। সাম্প্রতিক ব্যস্ততা ও বিয়ের বিষয়ে পক্ষ থেকে জানতে চাইলে জায়েদ বলেন, বিয়ে করলে নায়কদের তারকাখ্যাতি কমে যায়! মজার ছলে এ কথা বললেও নায়ক ব্যস্ততার কথাই জোর দিয়ে বললেন।

আজকের পত্রিকাকে জায়েদ খান বলেন, ‘আসলে বিয়ের জন্য মানসিকভাবে যে প্রস্তুতি নিতে হয় সে ফ্রি সময়টা আমার নেই। আমি ব্যাচেলর সময়টা এনজয় করছি। আসলে আই এনজয় মাই লাইফ।’

মজা করে জায়েদ খান বলেন, ‘বিয়ে করলে তারকাখ্যাতি কমে যায়, আমি কি ইচ্ছে করে নিজের ক্ষতি করব নাকি? আর আমি বিয়ে করে ফেললে বিয়ের আলোচনাটা হবে কাকে নিয়ে?’

বিয়ের বিষয় ছাড়াও জায়েদ কথা বলেছেন শিল্পী সমিতি নিয়ে। এ বিষয়ে জায়েদ বলেন, ‘সমিতি কী করছে আপনারা তো দেখছেন। শুধু চেয়ার দখল করলেই নেতা হওয়া যায় না, কাজ করে তা প্রমাণ করতে হয়। আমার অবর্তমানে এখন সবাই বুঝতে পেরেছে আমাদের সময়টা কী পরিমাণ শিল্পীবান্ধব ছিল।’

জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। সম্প্রতি তিনি শেষ করেছেন জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমার শুটিং। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন—ওমর সানী, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার