বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবারও সরগরম হয়ে উঠেছে চলচ্চিত্রাঙ্গন। ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে দল গোছানোয় ব্যস্ত প্রধান দুই প্যানেল, যার একটির নেতৃত্ব দিচ্ছেন প্রখ্যাত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং অপরটির জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।
নাগরিক টিভির নিয়মিত আয়োজন ‘বলা না বলা’ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের বিশেষ আয়োজনে মুখোমুখি হয়েছেন ‘নায়ক বনাম ভিলেন’। ‘বলা না বলা’ সঞ্চালনা করেছেন নাগরিক টিভি’র অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু। নির্বাচনকে ঘিরে নানা কঠিন প্রশ্নের সম্মুখিন হয়েছেন চলচ্চিত্রের দুই নেতা।
অনুষ্ঠানটি প্রসঙ্গে সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন,‘চলচ্চিত্রের সাংগঠনিক কর্মতৎপরতায় শিল্পী সমিতির নির্বাচনের গুরুত্ব নেহায়েত কম নয়। সেই গুরুত্বের দিকটিকে মাথায় রেখেই আমন্ত্রণ জানানো হয় প্রতিদ্বন্ধী দুই প্যানেলের সভাপতি প্রার্থীকে। দুজনই প্রাণ খুলে কথা বলেছেন, দর্শকদের সেই বিতর্ক বেশ টানবে বলে আমার কাছে মনে হয়।’
‘বলা না বলা’ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে আলাপচারিতা হয় উপস্থাপকের। এতে সমকালিন রাজনীতি, অর্থবাণিজ্য, শিল্পসংস্কৃতিসহ নানা বিষয়ে আলোচনা চলে। পরিবর্তিত বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে এবারের ‘বলা না বলা’র বিষয় চলচ্চিত্রের রাজনীতি। অনুষ্ঠানে উঠে এসেছে নির্বাচনমুখী শিল্পী সমিতির কর্মযজ্ঞের নানা দিক।
‘বলা না বলা’র এই আয়োজনটি প্রচার হবে আগামী ১৪ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টায়।