মুক্তি পেতে যাচ্ছে কৌশিক দাশগুপ্ত প্রযোজিত, জয়দীপ রাউত পরিচালিত সিনেমা ‘মূর্তি’। সিনেমাটির গল্প পাশাপাশি দুটো ত্রিকোন প্রেম নিয়ে। একটা স্পষ্ট আর অন্যটি অনুচ্চারিত। সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী রাজলক্ষ্মীকে।
মঞ্চ নিয়মিত রাজলক্ষ্মী এবার সিনেমায়। সিনেমাটিতে আলো চরিত্রে দেখা যাবে তাঁকে। কে এই আলো? যে প্রেমের কাছ থেকে স্বীকৃতি চায়। পরিণতি চায়। তাঁর একদিকে পরাণকাকা অন্যদিকে জয়।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয়ে রাজলক্ষ্মী, নন্দলাল মজুমদার, অনিকেত মান্না, রুবাইনা, রঞ্জিতা, অর্ণব সকলেই নিজের নিজের ক্ষেত্রে দারুণ। বিভিন্ন ক্ল্যাসিক্যাল সুরের আবহ রয়েছে সিনেমা জুড়ে। পণ্ডিত সুগত ভাদুড়ি, শুভ্রকান্তি চট্টোপাধ্যায়, সোমা সরকার, অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।