বিনোদন প্রতিবেদক, ঢাকা
শেষ পর্যন্ত কি ভেঙেই যাচ্ছে চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরীফুল রাজের সংসার। দুদিন আগে পরীমণি রাজের উদ্দেশে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান পরীমণি। তবে রাজ জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
রাজধানীর উত্তর বাড্ডা এলাকার বিবাহ ও বিচ্ছেদ নিবন্ধক কাজী আবু সাঈদের কার্যালয়ে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে আইনজীবী মো. শাহীনুজ্জামানকে সঙ্গে নিয়ে নোটিশ দিয়ে আসেন।
এগুলো হলো— মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। এসব কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদ আইনের ১৮ নং কলাম অনুযায়ী সম্পর্ক ছিন্ন করতে নোটিশ দিয়েছেন পরী মণি।
মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, কাজী অফিসে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে বিবাহ হয়। আর যদি কেউ বিচ্ছেদ চায়, তাহলে তাঁকে একই নিয়মে কাজীর মাধ্যমে বিচ্ছেদের প্রক্রিয়ার জন্য আবেদন করতে হয়। আর এই নোটিশের প্রক্রিয়া মেনেই ৩ মাস পর তালাক কার্যকর হয়। কোনো পক্ষ ৩ মাসের মধ্যে স্থানীয় কাউন্সিলর বা সিটি করপোরেশনে গিয়ে আপস করলে ডিভোর্স কার্যকর হবে না।
এরপর বিভিন্ন সময়ে তাদের সম্পর্কের টানাপড়েন বা বিচ্ছেদের আভাস মিললেও এবার বিচ্ছেদের আনুষ্ঠানিক উদ্যোগ নিলেন পরীমণি।